30 C
Kolkata
August 3, 2025
দেশ

বিকট শব্দে আকাশ থেকে পড়ল রহস্যজনক বস্তু, জামুরিয়ায় ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি, বৈশাখীর দাবদাহের মধ্যে অজানা আতঙ্কে ডুবে জামুরিয়া

আসানসোল:- অজানা আতঙ্কে ডুবে আসনসোলের জামুরিয়া। বৃহস্পতিবার সকালে হঠাৎই বিকট শব্দে আকাশ থেকে আছড়ে পড়ে ভারী কোনও বস্তু। ধাতব গোলকের মতো বস্তুটি বিদ্যুৎ গতিতে নেমে আসায় ক্ষতিগ্রস্ত তিনটি গ্রামের একাধিক বাড়ি। ফাঁকা মাঠে সৃষ্টি হয়েছে গভীর গর্ত। একটি শিশু আহত হয়েছে বলেও জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে স্থানীয় পৌঁছেছে প্রশাসন। তদন্ত শুরু করেছে পুলিশ। এখন স্পষ্ট নয় বৈশাখী দাবদাহের মধ্যে আকাশ থেকে আচমকা কী নেমে হল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ সকালে কান ফাটানো শব্দে অজানা বস্তু আছড়ে পড়ে জামুরিয়ার গ্রামে। ইকরার বাদ্যকর পাড়ায় বাড়ি ভেঙেছে তিনটি পাকা বাড়ি। জাদুডাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ির টালির চাল। এছাড়াও বেনালিতে মাঠের মাঝে সৃষ্টি হয়েছে বিরাট গর্ত। বাদ্যকর পাড়াতে আহত হয়েছে এক শিশু।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, আকাশ থেকে হেলিকপ্টার জাতীয় কোন জিনিস বা কোনও যন্ত্র প্রবল বেগে আছড়ে পড়েছে। কারও মতে আসলে ধাতব গোলক। কোনও উল্কাপিণ্ড এসে পড়েছে তাঁদের গ্রামে। কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না ঠিক কি পড়েছে। তাহলে কি গ্রামবাসীদের এই ঘটনা মহাজাগতিক। আতঙ্কিত গ্রামবাসীরা কিন্তু তেমনটাই দাবি করছেন।

পুলিশ এবং স্থানীয়দের একাংশের অবশ্য বক্তব্য, জামুড়িয়া শিল্প তালুক এলাকায় লোহা কারখানার যন্ত্রাংশ ছিটকে এসেই বিপত্তি ঘটেছে। জামুরিয়ার তিনটি এলাকাতেই পুলিশ পৌঁছেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি করছেন স্থানীয়রা।

Related posts

Leave a Comment