April 15, 2025
রাজ্য

বাড়ির কাজের লোকের উপর নিয়ন্ত্রণ করতে চাইছে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একে নিয়োগ দুর্নীতি, তাতে আবার পর্যাপ্ত সরকারি চাকরি দিতে না পেরে এবার থেকে বাড়ির পরিচারক বা পরিচারিকার বেতন ঠিক করতে চাইছে রাজ্য সরকার। শহরে বা গ্রামে বহু বাড়িতেই একজন বা তার বেশী কাজের লোক দেখা যায়। কিন্তু তাঁদের মাইনে সব জায়গায় সমান নয়। কাজের লোকদের অনেকেরই অভিযোগ হাড়ভাঙা খাটুনির পরও মাসের শেষে জোটে না উপযুক্ত বেতন।

অন্যদিকে পরিবারের লোকদের অভিযোগ, ভালো মাইনে দিলেও বর্তমানে মিলছে না ভালো কাজের লোক। আর পাওয়া গেলেও তাঁদের হাজারো চাহিদা পূরন করতে হয়। তাই এবার থেকে রাজ্য সরকারই বাড়ির কাজের লোকেদের বেতন নির্দিষ্ট করে দেবে।

উল্লেখ্য, ১৯৪৮ সালের শ্রম আইন অনুযায়ী সমস্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বেতন ঠিক করে দিতে পারে রাজ্য সরকার। সেই আইনের উপর ভর করেই এবার রাজ্য সরকার শ্রমিকদের বেতন বেঁধে দিতে চলেছে। ফলে শাসকদলের জনপ্রিয়তা অনেকাংশে বৃদ্ধি পাবে বলে মনে করছেন অনেকেই।

যদিও সরকারের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র শ্রমিক শ্রেনীর স্বার্থ রক্ষার্থেই এই পদক্ষেপ। তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। রাজ্য বিজেপির একাংশের বক্তব্য, রাজ্য সরকার চাকরি দিতে না পেরে, বাড়ির কাজের লোকেদের উপর খবরদারি করে নাম কিনতে চাইছে।

Related posts

Leave a Comment