বাহানাগা, ৬ জুন: বাহানাগায় ভয়াবহ রেল দুর্ঘটনায় লুপ পয়েন্ট চেঞ্জ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তাহলে কি এই দুর্ঘটনার পিছনে রয়েছে কোনও অন্তর্ঘাত? সেই সন্দেহ নিরসনের দাবিতে সিবিআই তদন্তের দাবি ওঠে। সেজন্য আজ কেন্দ্রের নির্দেশে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে দিল এই কেন্দ্রীয় তদন্তকারী দল। এক যুগ্ম অধিকর্তার নেতৃত্বে এই তদন্তকারী দল গঠন করা হয়েছে। এদিন সিবিআই-এর ১০ সদস্যের এই দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনার তদন্ত শুরু করে। সেজন্য প্রথমে তদন্তকারীরা বাহানাগা বাজার স্টেশন ম্যানেজারের ঘরে যান। ওই দিন বাহানাগা স্টেশন ও স্টেশন সংযুক্ত এলাকায় কে কী দায়িত্বে ছিলেন তাঁর বিস্তারিত বিবরণ নোট করেন। সূত্রের খবর, সেই তালিকা ধরে একে একে জিজ্ঞাসাবাদ ও বয়ান রেকর্ড করা হতে পারে।
previous post