সংবাদ কলকাতা: ধর্মতলা ও পার্ক স্ট্রিট উড়ালপুলের বাসের ধাক্কায় ভাঙল অস্থায়ী গেট। বড়দিন উপলক্ষে রঙিন আলোয় সাজানো হয়েছিল গেটটি। ঘটনাটি ঘটেছে বেলা প্রায় বারোটা নাগাদ।
জানা গিয়েছে, বিড়লা প্লানেটোরিয়ামের দিক থেকে ধর্মতলামুখী একটি বেসরকারি বাস দ্রুত গতিতে আসছিল এই উড়ালপুল দিয়ে। পাশের একটি বাসের সঙ্গে রেষারেষির জেরে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে এই অস্থায়ী গেটটিতে ধাক্কা মারে বাসটি। ঘটনার জেরে বাসের চালক এবং বেশ কয়েকজন যাত্রী অল্প বিস্তর চোট পান। তবে কেউ হতাহত হননি।
ঘটনার সঙ্গে সঙ্গেই দ্রুত ছুটে আসে কলকাতা পুলিশ এবং সাউথ ইস্ট ট্রাফিক গার্ডের কর্তারা। বাসটি পুলিশ আটক করে নিয়ে যায়। রেকলেস ড্রাইভিং-এর অভিযোগে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হবে বলেও পুলিশ সূত্রে জানা গিয়েছে।
previous post