18 C
Kolkata
December 24, 2024
রাজ্য

বাসন্তীতে গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

সংবাদ কলকাতা, ৭ জুলাই: বাসন্তীতে গোষ্ঠী দ্বন্দ্বের কারণে ফের গুলিবিদ্ধ হলেন এক তৃণমূল কর্মী। জখম ওই ব্যক্তির নাম খগেন খোটিয়া। তাঁর বাড়ি এখানকার নফরগঞ্জ এলাকায়।

রাজ্যপাল সফরের ২৪ ঘন্টার মধ্যে ফের হিংসার ঘটনা ঘটল দক্ষিণ ২৪ পরগনায়। গতকাল দিল্লি থেকে ফেরার পর রাজভবনে না গিয়ে শিয়ালদহ থেকে সোজা দক্ষিণ ২৪ পরগনার উদ্দেশ্যে রওনা হন সিভি আনন্দ বোস। সেখানে বাসন্তীতে খুন হওয়া জিয়ারুল মোল্লার বাড়ি পরিদর্শন করেন তিনি। তাঁর স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের শান্তনা দেন ও আশ্বস্ত করেন। সেখান থেকে ফেরার ২৪ ঘন্টার মধ্যে আবারও হিংসার ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় তৃণমূল বিজেপির বিরুদ্ধে অভিযোগ করলেও গোষ্ঠী দ্বন্দ্ব ধামাচাপা দেওয়া যাচ্ছে না। বিজেপি পাল্টা দাবি করেছে, গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই গুলির ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, গতকাল রাতে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী খগেন খোটিয়া। তাঁর সঙ্গে ছিলেন দুলাল মন্ডল। সে সময় জনা কয়েক দুষ্কৃতী চৌরঙ্গি মোড়ের কাছে হাজির হয়। তারা দুলাল মন্ডলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায়। সঙ্গে সঙ্গে খগেন খোটিয়া ও দুলাল মণ্ডল পালানোর চেষ্টা করে। পালানোর সময় দুলাল মন্ডল বেঁচে গেলেও খগেনের পায়ে গুলি লাগে।

Related posts

Leave a Comment