24 C
Kolkata
April 17, 2025
রাজ্য

বালুরঘাটে মেডিকেল কলেজ গড়বেন সুকান্ত

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: এবার উত্তরবঙ্গের সাংসদ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন। মন্ত্রিত্ব পেয়েই জেলায় মেডিকেল কলেজ তৈরির জন্য উঠেপড়ে লাগলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সঙ্গে নিতে চাইলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে। বার্তা দিলেন, “আমি কেন্দ্র সরকারের কাছ থেকে মেডিকেল কলেজের টাকা আনব।আপনি রাজ্যের হয়ে কেন্দ্রের কাছে আবেদন করুন।”বরাবরই পিছিয়ে পড়া জেলা হিসেবেই দক্ষিণ দিনাজপুরের পরিচিতি। চিকিৎসা ব্যবস্থাও তথৈবচ। জটিল অসুখ হলেই আরোগ্যের জন্য অন্য জেলার মুখাপেক্ষী হতে হয় এখানকার মানুষকে। এখনও এই জেলায় কোনও মেডিক্যাল কলেজ তৈরি হয়নি। এই নিয়ে জেলার মানুষের ক্ষোভের প্রকাশ দেখা গেছে নানা সময়ে। হয়েছে আন্দোলনও। তারপরেও তৈরি হয়নি মেডিক্যাল কলেজ।

লোকসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে প্রশাসনিক সভা করতে এলে মেডিকেল কলেজের দাবিতে চিঠি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভোটে জিতে এখন সুকান্তবাবু কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তাই আর সময় নষ্ট করতে রাজি নন তিনি। জেলার উন্নয়নের জন্য এক সঙ্গে চলার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে। চা খাওয়ার আমন্ত্রণ জানালেন নিজের বাড়িতে। বললেন, “আপনি হেরে গিয়েছেন তো কী হয়েছে, জেলাটা তো আপনার,আমার, সবার। গ্যারান্টি দিচ্ছি আমি কেন্দ্র সরকারের কাছ থেকে মেডিকেল কলেজের টাকা আনব। আপনি রাজ্যের হয়ে কেন্দ্রের কাছে আবেদন করুন। টাকা আনার দায়িত্ব আমার।”কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর এই সৌজন্য বার্তার উত্তরে রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র বলেন, জেলার উন্নয়নের জন্য কোনও প্রয়োজন হলে তিনি অবশ্যই জানাবেন। এবার লোকসভা ভোটে বালুরঘাট আসনে বিপ্লব মিত্রকে হারিয়ে জয়ী হন সুকান্ত মজুমদার। এখন জেলার উন্নয়নে দুজনের ইতিবাচক মনোভাবে খুশি জেলার মানুষ।

Related posts

Leave a Comment