সংবাদ কলকাতা: শেয়ারের পতনের জেরে ১১০০ কোটি মার্কিন ডলারের সম্পত্তি খোয়ালেন লুই ভিটন কর্তা বার্নর্ড আর্নল্ট। এখন তাঁর সম্পত্তির পরিমাণ ১৮৬.৬ বিলিয়ন মার্কিন ডলার। এর জেরে তার জায়গায় বিশ্বের ধনকুবেরদের তালিকায় এক নম্বরে স্থান পেলেন এলন মাস্ক। বর্তমানে টেসলার কর্তা এলন মাস্কের মোট সম্পত্তির পরিমাণ ১৯২.৩ বিলিয়ন মার্কিন ডলার।
প্রসঙ্গত ট্যুইটার কেনার পর আর্থিক ক্ষতির মুখে পড়েন এলোন মাস্ক। বহু বিনিয়োগকারী তাঁর ওপর থেকে মুখ ঘুরিয়ে নেন। বিশ্বের ধনীদের তালিকা থেকে প্রথম স্থান হারান স্পেস এক্স-এর কর্ণধার। তবে এখন তাঁর বাজার উর্ধমুখী। চলতি বছরে ৫৫ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি বাড়িয়েছেন। ফলে ফের ফিরে পেয়েছেন বিশ্বের বিত্তশালীদের সেরার শিরোপা।
previous post
