22 C
Kolkata
December 25, 2024
রাজ্য

বারুইপুর জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করলেন বিখ্যাত বলিউড অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ জয়া প্রদা

বারুইপুর নতুন ভোর সোসাল ওয়েলফেয়ার সোসাইটি এর তৃতীয় বর্ষের জগদ্ধাত্রী পূজার উদ্বোধন করলেন বিখ্যাত বলিউড অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ জয়া প্রদা। বারুইপুর হসপিটালের উল্টোদিকে নতুনপাড়ায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ ও বারুইপুর পশ্চিম বিধানসভার কেন্দ্রের বিধায়ক শ্রী বিমান ব্যানার্জী, বারুইপুর পুরসভার পৌর প্রধান শ্রী শক্তি রায়চৌধুরী ও উপ-পৌরপ্রধান শ্রী গৌতম কুমার দাস ও জেলা পরিষদের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র প্রভৃতি অতিথিরা। নতুন ভোরের সারা বছরের সমাজকল্যাণমূলক কাজকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও পাশে থাকার বার্তা দেন। এই সন্ধ্যায় দর্শকদের বিশেষ পাওনা ছিল অভিনেতা খরাজ মুখার্জির ও কুমার শানুর আশীর্বাদ ধন্য কাজীবর রহমান এর গান। সনাতন রুদ্র পালের প্রতিমা ও চন্দননগরের আলোর সঙ্গে কথাকলি নৃত্যশৈলীর উপর গড়ে ওঠা মন্ডপও সর্বমহলে প্রশংসিত হয়।

Related posts

Leave a Comment