24 C
Kolkata
April 17, 2025
কলকাতা

বারুইপুর ও সুন্দরবন পুলিশ জেলার অফিসের সামনে বিজেপির বিক্ষোভ ঘিরে তুলকালাম

সংবাদ কলকাতা: সন্দেশখালিতে সুকান্ত মজুমদারের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে আজ সুন্দরবন পুলিশ জেলার এসপি অফিসের সামনে বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ব্যারিকেড ভাঙার চেষ্টা। এর প্রেক্ষিতে সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিজেপি-র পথসভা চলাকালীন ঘোষণা করা হয়, এসপি অফিসের দিকে যাওয়া হবে। বিজেপি সমর্থকেরা মথুরাপুর সাংগঠনিক জেলার সভাপতি নব্যেন্দু সুন্দর নস্করের নেতৃত্বে এসপি অফিসের দিকে যাওয়ার চেষ্টা করলে আন্দোলনকারীদের পুলিশি বাধার মুখে পড়তে হয়।

শেষ পর্যন্ত বিজেপি সমর্থকরা রণে বঙ্গ দেয়। পুলিশি বাধার মুখে পড়ে তাঁরাই এলাকা ছেড়ে যেতে বাধ্য হন। অন্যদিকে বারুইপুরে এসপি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করছে, যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপি। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত আছেন বিজেপির রাজ্য নেত্রী শর্বরী মুখার্জি, জেলা সভাপতি মনোরঞ্জন জোতদার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। আর এই বিক্ষোভ ও এসপি অফিস ঘেরাও কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশি নিরাপত্তার আয়োজন করা হয়।

Related posts

Leave a Comment