28 C
Kolkata
August 5, 2025
কলকাতা

বারুইপুরে স্বনির্ভর গোষ্ঠীর টাকা তছরুপের অভিযোগে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা, বারুইপুর: স্বনির্ভর গোষ্ঠীর চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বোর্ড মেম্বারদের না জানিয়ে গোষ্ঠীর তিন দলনেত্রী সেই টাকা তছরূপ করেছে, এমন অভিযোগকে কেন্দ্র করে উত্তাল হল বারুইপুরের শংকরপুর ১-নম্বর পঞ্চায়েত এলাকা। কয়েক হাজার গোষ্ঠীর মহিলারা পঞ্চায়েতে অভিযোগ জানানোর পরে দল বেঁধে টাকার হিসাব জানবার জন্য চড়াও হন সংঘের দলনেত্রী মমতাজ মোল্লার বাড়ি।

অভিযোগ, সেখানে এক সিভিক ভলান্টিয়ার সহ মমতাজ মোল্লার পরিবারের সদস্যরা মহিলাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় বেশ কয়েকজন মহিলা জখম হন। ঘটনাস্থলে বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে উত্তেজনাময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এরপরে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলে পঞ্চায়েতের উপ প্রধানের নেতৃত্বে মহিলারা বারুইপুর থানায় আসেন।

এই প্রসঙ্গে উপপ্রধান সন্ধ্যা নস্করের অভিযোগ, স্ব-নির্ভর গোষ্ঠীর মেয়েরা কোনও কাজ পেতনা। কোনও মিটিং ডাকা হত না। এই টাকা তছরূপ সমস্যা নিয়ে বারংবার বারুইপুর বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি ও বারুইপুর পশ্চিম তৃণমূলের ব্লক সভাপতিকে জানানো হলেও কোনও প্রতিকার হয়নি। তাই এদিন ক্ষোভ আছড়ে পড়ে ওই দলনেত্রীর ওপর। এই ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে পুলিশ ওই অভিযুক্ত দলনেত্রী সহ তাঁর পরিবারের কয়েকজন সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

Related posts

Leave a Comment