বারুইপুর, ৭ ডিসেম্বর: গতকাল গভীর রাতে ফের শ্যুট আউট। বীরভূমের পর এবার ঘটনাটি ঘটেছে বারুইপুরের(Baruipur) নবগ্রামে। ঘটনায় দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিতে নিহত হয়েছেন সাজ্জাদ মন্ডল ও সইফুদ্দিন লস্কর নামে দুই ব্যক্তি। সাজ্জাদের আনুমানিক বয়স ৪৮ বছর। বাড়ি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের গৌড়দা এলাকায়। অপর যুবক সইফুদ্দিন লস্করকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়। তাঁর বাড়ি নবগ্রাম গ্রাম পঞ্চায়েতের হিমচি এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকা জুড়ে। ঘটনাস্থলে বারুইপুর থানার(Baruipur Police Station) বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, এদিন সাজ্জাত এবং সইফুদ্দিন মেলাতে যাবার জন্য বাড়ি থেকে বের হন। আর সেখানেই ঘটে বড়সড় দুর্ঘটনা। মেলাতে তাঁদের সঙ্গে মদের আসরে যুক্ত হয় সাজ্জাদ মন্ডলের ভাইপো আব্দুল মাজিদ মন্ডল। সেখানে তারা মদ্যপান করে। মদ্যপ অবস্থায় বচসায় জড়িয়ে পড়ে কাকা ভাইপো সাজ্জাদ ও মজিদ। ক্রুদ্ধ আব্দুল মজিদ কাকাকে লক্ষ্য করে গুলি করে। তাঁকে বাধা দিতে গেলে সইফুদ্দিনকেও গুলি করে সে।
ঘটনার খবর জানতে পেরে তাঁদের বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে দেখেন, গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছেন তাঁরা। তড়িঘড়ি তাঁদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সাজ্জাদকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। অন্যদিকে গুরুতর জখম অবস্থায় চিত্তরঞ্জন হাসপাতালে রেফার করা হয় সইফুদ্দিনকে।
কেন খুন করা হল, তা এখনও পর্যন্ত পুরো বিষয়টি পরিষ্কার নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পারিবারিক কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে স্থানীয়দের অনুমান। এদিকে এই ঘটনার পর উত্তেজিত গ্রামবাসী মজিদ মন্ডলের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। উত্তেজনা নিয়ন্ত্রণে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্ত ভাইপো মজিদ মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।