23 C
Kolkata
December 23, 2024
কলকাতা

বারুইপুরে একটি প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

বারুইপুর: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপুরে একটি প্লাস্টিকের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৫ টি ইঞ্জিন। হতাহতের কোনও খবর নেই। তবে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।

সূত্রের খবর, শনিবার রাতে পাঁচঘরা খিরিষতলায় একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে । সেই সময় কারখানায় কাজ করছিলেন কর্মীরা। কালো ধোঁয়া দেখতে পেয়েই অগ্নিকাণ্ডের বিষয়ে নিশ্চিত হয়ে বাইরে বেরিয়ে আসেন সকলে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলের একাধিক ইঞ্জিন।

আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও ইঞ্জিন সেখানে আসে। দমকল সূত্রের খবর, শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে কারখানায় অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কিনা, তা এখনও জানা যায়নি। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় বাসিন্দা আশরাফ গাজী জানান, রাতে হঠাৎ করে ওই কারখানায় আগুন লেগে যায়। এরপর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা তড়িঘড়ি দমকলে খবর দেয়। দমকলের আধিকারিকরা এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।

Related posts

Leave a Comment