17 C
Kolkata
December 28, 2024
কলকাতা

বারাণসী পর্যন্ত আকাশপথে রাজত্ব করবে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল

সংবাদ কলকাতা: এবার রাতে ১২ ঘন্টা করে বিস্তীর্ণ আকাশপথে রাজত্ব করবে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোল। ভূমি থেকে ২৫ হাজার ফুট ওপরে তাদের শাসন কায়েম থাকবে। যার ফলে বারাণসী পর্যন্ত আকাশ পথের নিয়ন্ত্রণ চলে আসবে কলকাতা বিমান বন্দরের হাতে। সন্ধ্যা সাতটা থেকে সকাল ৭টা পর্যন্ত আকাশ পথ কলকাতার নিয়ন্ত্রণে থাকবে। তবে পরবর্তীতে এই সময়সীমা ২৪ ঘন্টা করা হতে পারে বলে জানা গিয়েছে।

‘এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট’ সুগম করতেই এই পদ্ধতি কার্যকর করা হবে। ‘আপার এয়ারস্পেস হারমোনাইজেশন’ নামে এই প্রক্রিয়ার মাধ্যমে বিদেশ থেকে আসা বিমানের নিয়ন্ত্রণ করবে কলকাতা। এছাড়া দুই শহরের মধ্যে আকাশপথের যোগাযোগ আরও নিবিড় করতে এই প্রক্রিয়া চালু করা হবে। বিমানের যাত্রাপথ, জ্বালানি সংক্রান্ত বিষয়, জরুরিভিত্তিতে পরিষেবা সংক্রান্ত বিষয়েরও দেখভাল করবে কলকাতা বিমানবন্দর। *প্রতীকী চিত্র

Related posts

Leave a Comment