বারাণসী, ২৬ মার্চ: বারাণসীর একটি হোটেল থেকে ভোজপুরি অভিনেত্রীর মৃত দেহ উদ্ধার। জনপ্রিয় এই অভিনেত্রীর নাম আকাঙ্খা দুবে। পুলিশের অনুমান, আত্মহত্যা করেই মৃত্যু হয়েছে ২৫ বছর বয়সী ওই অভিনেত্রীর। দেহ উদ্ধারের সময় হোটেলের ঘরে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।
জানা গিয়েছে , তিনি প্রথম জীবনে মডেলিং করতেন। পরে ভোজপুরি ছবিতে অভিনয় শুরু করেন। গতকাল শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি নাচের ভিডিও পোস্ট করেন আকাঙ্খা। আর আজ রবিবার তাঁর একটি মিউজিক ভিডিও প্রকাশ হওয়ার কথা। আকাঙ্খার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলি হল মুঝসে শাদি করেগি ,বীরো কে বীর, মেরি জং মেরে ফয়সালা, ফাইটার কিং।
এই অভিনেত্রী বহু ভোজপুরী ছবিতে অভিনয় করেছেন। তাঁর আচমকা মৃত্যুতে শোকে ভারাক্রান্ত ভোজপুরী সিনেমা জগৎ।সম্প্রতি উত্তর প্রদেশের বারাণসীতে আরও একটি সিনেমার শ্যুটিংয়ে গিয়েছিলেন আকাঙ্খা। সেখানে ঘটে এই মর্মান্তিক ঘটনা। পুলিশ তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
previous post
