বারাকপুরে টিকিট না পেয়েই অর্জুন সিং ক্ষোভপ্রকাশ করেন। ইতি মধ্যেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন দল বদলের। আজ, মঙ্গলবার আরো একধাপ এগিয়ে গেল অর্জুন সিং দল ছাড়ার ব্যাপারে। তিনি এটাও জানিয়েছেন বারাকপুরে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধেই ভোটে দাঁড়াবেন। তবে কোন দলের হয়ে দাঁড়াবেন তা এখনও পরিষ্কার করে বলেননি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,‘তৃণমূলে এখন আমি অবাঞ্ছিত। আমার কোনও চাহিদা ছিল না। কিন্তু আমার দেড় বছর নষ্ট করা হল। কিছু দিনের মধ্যেই জানতে পারবেন আমি কী করতে চলেছি। আমার ডেথ ওয়ারেন্টে সই করে দেওয়া হয়েছে। আমাকে মানুষকে বোঝাতে হবে আমি কোনও ভুল করিনি। তৃণমূলের কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গিয়েছে। পরিকল্পনামাফিক আমাকে সরানো হয়েছে।’ সূত্রের খবর, বারাকপুরের বর্তমান সাংসদ অর্জুন সিংয়ের কার্যালয় থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরানো হয়েছে।
previous post