সংবাদ কলকাতা: বাম জমানার প্রাক্তন মন্ত্রী কমল গুহ-র পুত্র উদয়ন গুহ। তিনি একসময় বামফ্রন্টের সদস্য ছিলেন। সেসময় বীজ কেলেঙ্কারী নিয়ে নাম জড়িয়েছিল উদয়ন বাবুর। একটি সূত্র থেকে জানা যায়, ২০০৬ সালের বিধানসভা ভোটের সময় উদয়নবাবুর নামে বীজ কেলেঙ্কারির অভিযোগে গোটা কোচবিহার জেলা তোলপাড় হয়ে যায়। গুঞ্জন ছড়িয়ে পড়ে কৃষকদের মধ্যেও। রাজ্যের পালা বদলের সঙ্গে সঙ্গে তিনিও নিজের দল ফরওয়ার্ড ব্লক পরিবর্তন করে জোড়াফুল শিবিরে যোগ দেন। এখন তিনি উত্তরবঙ্গে তৃণমূলের অন্যতম নেতা। মমতা সরকারের উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।
বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতাদের একের পর এক পাহাড়প্রমাণ দুর্নীতি। তৃণমূল সরকারের আমলে সবচেয়ে বড় দুর্নীতির অভিযোগ উঠেছে নিয়োগ নিয়ে। তৃণমূল কংগ্রেসের কয়েকজন নেতা–মন্ত্রী ইডি–সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন। তাঁরা এখন বিচারাধীন বন্দী। নিয়মিত আদালতে হাজিরা দিতে হচ্ছে তাঁদের। সেই দুর্নীতিকে ধামাচাপা দিতে এবার আসরে নামলেন উদয়ন বাবু। তৃণমূল নেতাদের এই অভিযোগ ঢাকতে তিনি প্রাক্তন সংগঠন বামফ্রন্টকে কাঠগড়ায় তুলেছেন। এমনকি নিজের মৃত বাবাকেও ছেড়ে দেননি। বাম আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে বাবা কমল গুহকেও অভিযুক্ত করেছেন পুত্র উদয়ন।
তিনি বলেন, ‘দলের স্বার্থে দুর্নীতি করেছেন কমল গুহ। বাবাকে বাঁচানোর জন্য কোনও কথা বলব না। বাবা সেই সময় অনেককে চাকরি করে দিয়েছেন। বাবার সামনে তালিকা তৈরি করা হয়েছিল। বাবা সেই তালিকাকে এনডোর্স করেছিলেন। সেখানে তো যোগ্য ব্যক্তিকে বঞ্চিত করা হয়েছে। আজ যাঁরা রাস্তায় বসে বলছেন যোগ্যদের বঞ্চিত করা হচ্ছে, তাঁদের পূর্বসুরীরাই যোগ্যদের বঞ্চিত করে চাকরি দিয়ে গিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘বাম আমলে কোটার চাকরি হয়েছে। তখন আমি ফরওয়ার্ড ব্লক করতাম। আমার বলতে কোনও অসুবিধা নেই, চাকরি ভাগ হতো। সিপিএম সব থেকে বেশি অংশ পেত। জেলার দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে ফরওয়ার্ড ব্লকও চাকরি পেত। বাকি অংশ সিপিআই এবং আরএসপি’র মধ্যে ভাগ হতো। আমি ১০০ জনের নাম এমনিতেই বলতে পারব, যাঁরা কোটায় চাকরি পেয়েছেন। যে সারাদিন দল করত, তাঁর স্ত্রী-র চাকরি করে দিত দল। এটা কী কোনও দুর্নীতি নয়?’
প্রসঙ্গত তৃণমূল সরকারের নিয়োগ দুর্নীতি নিয়ে চর্চার মধ্যে দিয়ে বাম আমলের নিয়োগ দুর্নীতি সামনে চলে এসেছে। অভিযোগ, এই দুর্নীতির বীজ বপন হয়েছিল বাম জমানায়। সেজন্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর স্ত্রীর চাকরি থেকে শুরু করে ক্যাগ রিপোর্ট সামনে আনা হয়েছে। আজ, শনিবার বামফ্রন্ট আমলের চাকরি নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন উদয়নবাবু। তাঁর দাবি, যোগ্যতা না থাকা সত্ত্বে চাকরি পাওয়া ১০০ জনের তালিকা রয়েছে। বাম আমলে ‘কোটার চাকরি’ সিপিএম–ফরওয়ার্ড ব্লক ভাগাভাগি করে নিত। আর সেখানে তাঁর বাবা কমল গুহও জড়িত ছিলেন। এই অভিযোগ করার সঙ্গে সঙ্গে গোটা নিয়োগ দুর্নীতির মোড় এখন ঘুরে গেল। নিয়োগ দুর্নীতির তদন্ত এগোতে পারে বাম শাসন পর্যন্ত। সাক্ষ্যপ্রমাণ দেওয়ার জন্য ডাকা হতে পারে বর্তমান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকেও। ধারণা আইন ও রাজনৈতিক বিশেষজ্ঞদের।
next post