24 C
Kolkata
April 17, 2025
দেশ

বাবার মাথায় জল ঢালতে ঢল নেমেছে তীর্থ যাত্রীদের

আজ , শুক্রবার মহা শিব রাত্রি। তীর্থ যাত্রীরা আজ বাবার মাথায় জল ঢালতে ও পূজা দিতে তারকেশ্বর যাবেন। তারফলে তীর্থ স্থান টিতে অন্য দিনগুলির তুলনায় যথেষ্ট ভিড় হবে। যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে পূর্ব রেল এক জোড়া হাওড়া-তারকেশ্বর স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীরা শুক্র ও শনি এই দুইদিন হাওড়া ডিভিশনে এই স্পেশাল ট্রেন পরিষেবা পাবেন। ট্রেনটি আজ দুপুর ২টা ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। তারকেশ্বর পৌঁছবে বিকেল চারটে ১৪ মিনিটে। তারপর ট্রেনটি ফিরতি পথে তারকেশ্বর থেকে বিকেল চারটে ৪০ মিনিটে ছাড়বে। হাওড়া স্টেশনে ঢুকবে সন্ধ্যা সওয়া ছ’টায়।

Related posts

Leave a Comment