নিজস্ব সংবাদদাতার, বারাসত: রেশন কেলেঙ্কারিতে জড়িত বাকিবুর রহমানের ফের সাড়ে ১০ বিঘা সম্পত্তির হদিশ। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ায় এই ২১০ কাটা জমির হদিশ পাওয়া গিয়েছে। এলাকাবাসীদের দাবি, কম পয়সায় এই জমি পৌর নাগরিকদের কাছ থেকে লিখে নিয়েছে বেশ কিছু বছর আগে। এখানে একটি ধান মজুত করা গোডাউন তৈরি হয়েছিল। সেটা মাঝে মাঝে ধানের গোডাউন হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এই গোডাউনের মালিক কে, এখনও পর্যন্ত গ্রামবাসীদের কাছে তা অজানা। এটা বাকিবুরের যে বেআইনি সম্পত্তি, এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের কাছে কোনও উপযুক্ত নথি নেই। তবে নতুন করে সম্পত্তির হদিশ মেলায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।
এলাকাবাসীদের দাবি, বেশ কয়েক বছর আগে এই জমি এলাকাবাসীদের কাছ থেকে খুব কম দামে দিয়ে কিনে নেয়। এমনকি জোরপূর্বক কিছু জমি দখল করে নেওয়া হয়। আবার কিছু জমির টাকা দিয়ে দেওয়া হয়। প্রভাবশালী হওয়ায় জমির মালিকরা কোনও প্রতিবাদ করতে পারেন নি। ভয়ে ওই জমি কেউ দখল নিতে আসেন নি। এই নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন পৌর নাগরিকরা। এখন প্রশ্ন উঠছে।
এই জমির পুরনো মালিক রিতা ঠাকুর জানাচ্ছেন, আমাদের ভয় ও হুমকি দিয়ে এই জমি নিয়েছে। কিছু পয়সা দিয়েছে, আবার কিছু পয়সা দেয়নি। এখানে কাজ দেবে বলেই জমি নিয়েছিল। এই জমি সম্পূর্ণ বেআইনিভাবে কেনা হয়েছে। সরকারি নিয়ম বহির্ভূত জমি। বেশ কয়েকবার বাকিবুরকে এই গোডাউনে আসতে দেখেন এলাকাবাসীরা। বাদুড়িয়ার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অংশুমান দত্ত বলেন, বাকিবুরের জমি কিনা জানিনা। তবে এখানে একটি গোডাউন তৈরি করা হয়েছে। সেই মালিকের বাড়ি বেড়াচাঁপা-দেগঙ্গার দিকে। এর বেশি আর কিছু বলতে পারব না।
previous post
next post