সংবাদ কলকাতা: আদ্রতাজনিত কারণে হাঁসফাঁস অবস্থা রাজ্যের মানুষের। কলকাতা শহর ও শহরতলীর অবস্থা সবচেয়ে খারাপ। আজ, বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। অর্থাৎ ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে আজকের সর্বোচ্চ তাপমাত্রা গতকালের তুলনায় একেবারে কম নয়। গতকাল সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সেই তাপমাত্রা ৩৭ ডিগ্রি থেকে ২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বাতাসে আদ্রতাজনিত তীব্র অস্বস্তি রয়েছে। মানুষ এখন চাতক পাখির মতো বৃষ্টির অপেক্ষা করছেন।
previous post
