November 1, 2025
জেলা

বাড়ির বেডরুম থেকে মহিলার মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

শিলিগুড়ি, ১৯ আগস্ট: ঘরের ভেতরে বিছানার ওপর এক গৃহবধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শনিবার ঘটনাটি ঘটে শিলিগুড়ি থানার অন্তর্গত অরবিন্দ পল্লীতে। শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর দেহ উদ্ধার করে।

পুলিশ সূত্রে খবর, মৃতার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে এটা খুন নাকি আত্মহত্যা সে বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ। মৃতার নাম সোমা সরকার। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়িতে একাই থাকতেন ওই মহিলা। স্বামী বেশ কয়েকবছর আগে আত্মহত্যা করে। দুই মেয়েকে নিয়ে ফ্ল্যাটে থকতেন তিনি। অসুস্থতার কারনে মৃত্যু হয়েছে এক মেয়ের। গতকাল রাতে শেষবার দেখা গিয়েছিল ওই মহিলাকে। আজ সকাল থেকে মেয়ে কোয়েল সরকার ফোন করছিল বারবার। সোমা দেবী ফোন না তোলায় প্রতিবেশী একজনকে ফোন করেন। প্রতিবেশীরা গিয়ে দেখেন দরজা বন্ধ। ডাকাডাকির পরেও দরজা না খোলায় আশেপাশের আরও কয়েকজনকে ডেকে দরজা ভেঙে ঘরে ঢোকেন তারা। ভেতরে ঢুকে দেখেন ওই মহিলার মৃতদেহ বিছানার উপর পড়ে রয়েছে এবং ঘরের ভেতরের আসবাবপত্রও লন্ডভন্ড। ঘটনা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছায় এবং দেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তবে এটা খুন নাকি আত্মহত্যা, মৃত্যুর আসল কারণ ময়নাতদন্তের পরেই প্রকাশ্যে আসবে বলে দাবি পুলিশের।

Related posts

Leave a Comment