27 C
Kolkata
November 1, 2025
দেশ

‘বাড়বে চাকরির সুযোগ’ ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পাস অস্ট্রেলিয়ার সংসদে

নয়াদিল্লি: ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি। অস্ট্রেলিয়ার ইতিহাসে এটিই প্রথম বৈদেশিক বাণিজ্য চুক্তি। প্রায় এক দশক পরে কোনও উন্নত দেশের সঙ্গে ভারতের এই ধরনের চুক্তি বলে মন্তব্য বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়ালের। পাশাপাশি, এই চুক্তিকে ‘ঐতিহাসিক’ মুহূর্ত বলে অভিহিত করলেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, এই চুক্তির ফলে ভারতীয়দের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। ‘ভারতীয় শেফ, যোগব্যায়াম প্রশিক্ষকদের জন্য ভিসা, ভারত থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া প্রত্যেক শিশুকে পরিণত অবস্থায় সেখানে চাকরির সুযোগ দেওয়া হবে। স্টেম গ্র্যাজুয়েট, ডক্টরাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অস্ট্রেলিয়ায় চার বছরের ওয়ার্ক ভিসা পাবেন। স্নাতকোত্তরের ক্ষেত্রে ৩ বছরের ওয়ার্ক ভিসাও মিলবে। এছাড়া আরও অনেক সুবিধা পাওয়া যাবে।

চলতি বছর এপ্রিলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। সোমবার অস্ট্রেলিয়ার হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-এ এটি পাশ হয়। মঙ্গলবার সেনেট এতে অনুমোদন দেয়। ভারতের পার্লামেন্টের ছাড়পত্রের ৩০ দিন পরে এটি কার্যকর হতে চলেছে৷

Related posts

Leave a Comment