27 C
Kolkata
November 1, 2025
দেশ

বাড়ছে করোনা সংক্রমণ, আজ দেশের পরিসংখ্যান জানুন

সংবাদ কলকাতা, ২৬ ডিসেম্বর: করোনার আতঙ্ক এখনও কাটিয়ে উঠতে পারেনি বিশ্ববাসী। এর মধ্যেই ফের করোনার চোখ রাঙানি। অন্যান্য দেশের পাশাপাশি ভারতেও বাড়ছে করোনা সংক্রমণ।

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৯৬ জন। যদিও ১৯০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। করোনা অ্যাকটিভ কেস ৪। তবে কেরলে নতুন করে করোনায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৪৬,৭৭,৩০২। মৃত্যু হয়েছে ৫,৩০,৬৯৫ জনের। সুস্থ হয়েছেন ৪,৪১,৪৩,১৭৯ জন। করোনা অ্যাকটিভ কেস ৩,৪২৮।

পশ্চিমবঙ্গে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ১৮ হাজার ৫৮৬ জন। মৃত্যু হয়েছে ২১ হাজার ৫৩২ জনের। করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ২০ লক্ষ ৯৭ হাজার ০০১ জন। করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা মাত্র ৫৩ জন।

Related posts

Leave a Comment