সুভাষ পাল, সংবাদ কলকাতা: সোমবার কলকাতা পুরসভার অধিবেশন কক্ষেই অসুস্থ হয়ে পড়েন বিজেপি কাউন্সিলর মিনাদেবী পুরোহিত। পুরসভার বাজেট অধিবেশন চলাকালীন আচমকা অসুস্থ হন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে বিজেপি কাউন্সিলারদের কক্ষে নিয়ে শারীরিক পরীক্ষা করা হয়। সেখানে তাঁকে দেখতে যান মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ। পরে মানিকতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
জানা গিয়েছে, এদিন ঘটনার সময় তিনি পুরসভার বাজেট বক্তৃতা দিচ্ছিলেন। সম্পত্তি কর সহ রাজস্ব বৃদ্ধিতে কলকাতা পুর বোর্ডের ভূমিকা নিয়ে আলোচনার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। ফলে তিনি বক্তব্য শেষ না করেই নিজের চেয়ারে ফিরে যেতে বাধ্য হন।
previous post