28 C
Kolkata
August 3, 2025
বিদেশ

বাগেরহাটে মিডিয়া ফেলোশিপ পুরষ্কার প্রদান অনুষ্ঠান

সুব্রত ঢালী, বাংলাদেশ প্রতিনিধি: বাগেরহাটে অ্যাকশন এইড-বাঁধন মিডিয়া ফেলোশিপ অন ইয়ুথ জার্নালিজমে রিপোর্টিংয়ে তৃতীয় স্থান অধিকার করেছেন সাংবাদিক লায়লা সুলতানা। তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সাপ্তাহিক নবদিগন্ত ও চ্যানেল টুয়েন্টিসিক্স এর বাগেরহাট জেলা প্রতিনিধি৷
বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বিজয়ীদের হাতে এসব পুরষ্কার ও সনদ তুলে দেন৷ অ্যাকশন এইড বাংলাদেশ ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে এই ফেলোশিপ প্রোগ্রামে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন ৷
তিনি ছাড়াও বাংলা নিউজের জেলা প্রতিনিধি এসএস শোহান ও ঢাকা পোস্টের বাগেরহাটের জেলা প্রতিনিধি তানজীম আহমেদও পুরস্কার পেয়েছেন ৷ অনুষ্ঠানে অংশগ্রহণকারী আরও ৪ জন সাংবাদিককে সম্মাননা সনদ দেওয়া হয়।

Related posts

Leave a Comment