29 C
Kolkata
August 2, 2025
কলকাতা রাজ্য

বাগুইআটি জোড়া খুনে গ্রেপ্তার মূল অভিযুক্ত সত্যেন্দ্র

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: অবশেষে পুলিশের জালে ধরা পড়ল বাগুইআটি জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। পুলিশের হাত থেকে রেহাই পেতে অন্য রাজ্যে পালানোর ছক কষছিল সে। তার কাছে টাকাও ফুরিয়ে যায়। সেজন্য একজন আত্মীয়ের পাঠানো নগদ টাকার অপেক্ষায় ছিল সে। পুলিশ তার আত্মীয় ও ঘনিষ্ঠদের মোবাইল ট্র্যাক করা শুরু করে। এই টাকার জন্য বেশ কয়েকবার একটি মোবাইল নম্বর থেকে ঘনিষ্ঠদের ফোন আসে। এই ফোন ট্র্যাক করেই সত্যেন্দ্রর গতিবিধি নজরে আসে পুলিশের।
জানা গিয়েছে, তদন্তে নেমে সত্যেন্দ্রর জামাইবাবুর ব্যাংক একাউন্টের লেনদেনে নজর পড়ে গোয়েন্দাদের। ভিন রাজ্যে পালাতে একটি ব্যাংক একাউন্ট থেকে টাকা পাঠানো হচ্ছে সত্যেন্দ্রকে। একটি এটিএম থেকে সেই ব্যাংক একাউন্টের টাকা তোলা হয়েছে। কিন্তু, ঘটনার পর সত্যেন্দ্র নিজের মোবাইল ব্যবহার করা বন্ধ করে দেয়। অন্য একটি মোবাইল থেকে আত্মীয়দের ফোন করে টাকা জোগাড়ের চেষ্টা করছিল সে। সেই মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে হাওড়া স্টেশনের একটি ট্রাভেল এজেন্সির সামনে থেকে তাকে পাকড়াও করে পুলিশ।
উল্লেখ্য, অভিযুক্ত সত্যেন্দ্রর আদি বাড়ি বিহারে। ঘটনার পর পুলিশ ও প্রশাসনিক বিশেষজ্ঞরা আশঙ্কা করছিলেন, অভিযুক্ত যদি একবার হাওড়া স্টেশন থেকে ভিন রাজ্যে পালিয়ে যায়, তাহলে তাকে ধরা খুব মুশকিল হবে। সেই আশঙ্কা সত্যি হওয়ার আগেই তাকে কব্জা করল পুলিশ। এখন তার পুলিশি জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এরপর আদালতে পেশ করা হবে বলে সূত্রের খবর।

Related posts

Leave a Comment