28 C
Kolkata
April 5, 2025
কলকাতা

বাগুইআটির জোড়া খুন: সত্যেন্দ্রর ১৪ দিন সিআইডি হেফাজত

কলকাতা, ৯ সেপ্টেম্বর: বাগুইআটি জোড়া খুনে মূল অভিযুক্ত সত্যেন্দ্রর ১৪ দিনের সিআইডি হেফাজত দিল আদালত। তাকে জেরা করে খুনের মোটিভ জানার চেষ্টা করছে গোযেন্দারা। সেজন্য তার হেফাজত চেয়ে আদালতে আবেদন জানায় রাজ্যের গোয়েন্দা বিভাগ। সেই আবেদনে সম্মতি জানিয়ে আপাতত ১৪ দিনের সিআইডি হেফাজত দিয়েছেন বিচারপতি।
এদিকে সত্যেন্দ্র ধরা পড়ার পর অতনু ও অভিষেকের বাবা মা সহ পরিবারের অন্যান্য সদস্যরা অভিযুক্তের মৃত্যুদণ্ডের আবেদন দাবি জানিয়েছে। পাশাপাশি খুনিদের যারা আশ্রয় দিয়েছিল তাদেরও শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা।
জানা গিয়েছে, খুনের পর জানাজানি হতেই ভিন রাজ্যে পালানোর ছক কষেছিল সত্যেন্দ্র। সেজন্য দরকার ছিল টাকার। কিন্তু তার হাতে পর্যাপ্ত টাকা ফুরিয়ে এসেছিল। টাকার জন্য বেশ কয়েকদিন ধরে হাওড়া স্টেশনে অপেক্ষা করছিল সে। দিনের বেলায় স্টেশনের আশেপাশে গা ঢাকা  দিয়ে থাকলেও রাত কাটাত হাওড়া স্টেশনের শীততাপ নিয়ন্ত্রিত ওয়েটিং রুমে। সেজন্য প্রতিদিন ১০ টাকা করে দিতে হত তাকে। এতদিন নিজের মোবাইল ফোন সুইচ অফ করে রেখেছিল। শুক্রবার উপায়ান্তর না দেখে টাকার জন্য এক আত্মীয়কে ফোন করে সে। উদ্দেশ্য ছিল মুম্বইয়ে পালিয়ে যাওয়া। ফোন করার জন্য ট্রাভেল এজেন্সির কাছে মোবাইল চেয়ে না পেয়ে নিজের ফোনের সুইচ অন করে সত্যেন্দ্র। মোবাইলের টাওয়ার লোকেশন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে এলার্ট হয়ে যায় বিধাননগর কমিশনারেট।ওই ট্রাভেল এজেন্সির অফিসের কাছে এসেই সত্যেন্দ্রর মোবাইলে ফোন করে পুলিশ। এরপর তাকে ধরে ফেলে পুলিশ।

Related posts

Leave a Comment