সংবাদ কলকাতা, ২ ফেব্রুয়ারি: বৃহস্পতিবার হাওড়ায় আগুনে ভস্মীভূত ১৮টি দোকান। আজ ভোরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলের বাগনান রেল ষ্টেশন সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে, এদিন বাগনান ষ্টেশন সংলগ্ন রেজিস্ট্রেশন অফিসের গলিতে থাকা একটি দোকানে প্রথমে আগুন লাগে। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলিতে। পর পর ১৮টি দোকান কিছুক্ষণের মধ্যে পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ ক্ষতিয়ে দেখছে দমকল বাহিনী।
previous post