সংবাদ কলকাতা: বাগদায় পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। এক সিপিএম নেতাকে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় নাম জড়াল গোপা রায়ের। সজল ভদ্র নামে ওই সিপিএম নেতা নিজেই এই অভিযোগ করেছেন। জানা গিয়েছে, সজল বাগদা এলাকার একজন ব্যবসায়ী ও গৃহশিক্ষক। তিনি এলাকায় সিপিএম নেতা হিসেবে বেশ পরিচিত। সম্প্রতি তিনি পুলিশে অভিযোগ করেন, ‘গত ১মার্চ আমাকে ফোন করেন গোপা রায়। তিনি আমাকে প্রথমে একটি ফাঁকা জায়গায় ডেকে নিয়ে যান। সেখান থেকে একটি চার চাকা গাড়িতে করে আমাকে অপহরণ করে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এমনকি ওই টাকা দিতে রাজি না হওয়ায় বন্দুকের বাট দিয়ে আমাকে আঘাত করা হয়। আমার পক্ষে অটো টাকা দেওয়া সম্ভব ছিল না। পরিবারের সদস্যদের সঙ্গে কোনও মতে যোগাযোগ করে ১ লক্ষ টাকা ও বেশ কিছু গহনা জোগাড় করে তাদের হাতে দেওয়ার পর আমাকে মুক্তি দেয় ওই অপহরণকারীরা। এই অপহরণে পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় সহযোগিতা করেন। তিনি এখানে মিডিল ম্যানের কাজ করেছেন। এখনও আমি নিজের মোবাইল ও এটিএম কার্ড খুঁজে পাইনি। গোপালনগর থানা, মুখ্যমন্ত্রী ও রাজ্যের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছি। বিষয়টির যথাযথ তদন্ত না হলে আমি আদালতে যেতে বাধ্য হব।’