কলকাতা: চলন্ত বাইকে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। রবিবার রাত প্রায় সোয়া দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে কিশোর ভারতী স্টেডিয়ামের কাছে। বিষয়টি আগাম আঁচ করতে পারেন বাইকের পিছনে থাকা পথচারীরা। তাঁদের পরামর্শে দ্রুত বাইক থেকে নেমে যান চালক ও তাঁর পিছনে সওয়ারী এক মহিলা। এরপর আগুন ধরে যায় পুরো বাইকে। দমকলের একটি ইঞ্জিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। দমকলকর্মীরা আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাইক চালকের নাম কৃষ্ণেন্দু হাজরা। তিনি চলন্ত বাইকে সোয়া দশটা নাগাদ পায়ের কাছে প্রচন্ড তাপ অনুভব করেন। পিছনে বসেছিলেন এক মহিলা। তাঁদের বাইক থেকে নেমে আসার পরামর্শ দেন পথচারীরা। সেইমতো তড়িঘড়ি তাঁরা নেমে পড়েন। এরপর নিমেষে গোটা বাইকে আগুন লেগে যায়। দমকলের প্রাথমিক অনুমান, ইঞ্জিন অত্যধিক গরম হতেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
previous post