বাইক ও টোটোর সংঘর্ষে মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃতের নাম রামিজ রেজা( ২৫)। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ভগবানগোলা থানার রাজ্য সড়কের মিঞাপাড়া এলাকায়।
পুলিশ সূত্রে খবর, এদিন বাইক আরোহীর সঙ্গে টোটোর সংঘর্ষ হলে গুরুতর জখম হন বাইক আরোহী রামিজ রেজা। তাকে উদ্ধার করে কানাপুকুর গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়। তার শারিরীক অবস্থার অবনতি হলে তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতের বাড়ি ভগবানগোলা থানার রামচাঁদমাটি এলাকায়।
previous post