সংবাদ কলকাতা, ১০ নভেম্বর: নদীয়ার হবিবপুরের প্রশাসনিক সভা থেকে সতর্ক করলেন মমতা। জেলা প্রশাসনের কর্তাব্যক্তিদের বিভিন্ন সীমান্তে নাকা চেকিং বাড়ানোর নিদান দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলা থেকে উত্তরবঙ্গকে আলাদা করার জন্য অস্ত্র আসছে সীমান্তের ওপার থেকে। বিশেষ করে বিহার থেকে আসছে অস্ত্র। সেজন্য প্রয়োজনে নাকা চেকিং বাড়াতে হবে। VIP-দের গাড়িও তল্লাশি করতে হবে। এ নিয়ে অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও সিপিএম।
next post