দিল্লি, ২৪ মার্চ: এবার বিজেপির গেরুয়া ঝাণ্ডা ধরতে চলেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি এমনই গুঞ্জন উঠছে জাতীয় রাজনৈতিক মহল ও সমাজ মাধ্যমে। গুঞ্জন বলিউডের অলিতে গলিতেও। সম্প্রতি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে উর্বশী বলেন, টিকিট তিনি পেয়েই গিয়েছেন। তবে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে তিনি এখনও সিদ্ধান্ত নেননি। তিনি রাজনীতিতে যোগদান করবেন কিনা সেই সিদ্ধান্ত নেবেন তাঁর অগণিত ভক্তরা। যদিও তিনি কোন দলের টিকিট পেয়েছেন, সেব্যাপারে এখনও কিছু খোলসা করেননি। এব্যাপারে নেটপাড়ায় বিভিন্নরকম গুঞ্জন ছড়িয়েছে।
জানা গিয়েছে, গত শনিবার অযোধ্যার রামমন্দিরে হলুদ পোশাকে আসেন অভিনেত্রী। রামলালাকে উদ্দেশ্য করে পুজোও দেন তিনি। সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এরপরই নানারকম গুঞ্জন উঠতে শুরু করে। দুইয়ে দুইয়ে চার করেছেন তাঁর ভক্তরাই। অনেকেই ধরে নিয়েছেন, তিনি গেরুয়া শিবিরেই যোগদান করছেন। তিনি হয়তো বিজেপির টিকিটেই ভোটে লড়বেন। যেহেতু বাংলায় গেরুয়া শিবিরের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা এখনও ঘোষণা হয়নি, সেহেতু তিনি বাংলা থেকেও ভোটে প্রার্থী হওয়াটা অসম্ভব নয়। এমন সব আজগুবি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে নেটপাড়ার বাসিন্দাদের কাছে।
যদিও বিজেপি কিংবা উর্বশী কোনও পক্ষ থেকেই স্পষ্ট করে কিছু বলা হয়নি। সুতরাং সঠিক উত্তর পেতে রাজনৈতিক মহল ও নেটপাড়ার বাসিন্দাদের আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে । কারণ বিজেপি আজই রাজ্যের বাকি আসনগুলির প্রার্থী তালিকা ঘোষণা হতে চলেছে।
next post