April 12, 2025
খেলা দেশ

বাংলার তিন কন্যা, বিশ্বকাপ জয়ী দলের সদস্য

সংবাদ কলকাতা: রবিবার দক্ষিণ আফ্রিকায় রচিত হয়েছে এক অনন্য ইতিহাস। ইংল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে অনূর্ধ্ব ১৯ মহিলাদের বিশ্বকাপ জিতে নিয়েছে ভারত। এই প্রথমবার আইসিসি অনূর্ধ্ব ১৯ মহিলাদের বিশ্বকাপের আয়োজন করেছিল। ভারতের এই স্বপ্ন পূরণের সাক্ষী থাকলেন বাংলার তিন কন্যা।

হুগলি জেলার চুঁচুড়ার তিতাস সাধু, তাঁর দুর্দান্ত বোলিং-এর সামনে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৪ ওভার বল করে ৬ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন। তার দুর্দান্ত বোলিং-এর কারণে ইংল্যান্ড বেশি রান করতে পারেনি।

ঈশিতা বসু
হাওড়ার বাসিন্দা ঈশিতা। ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল তাঁর। ঈশিতার কাকা জানায়, তিনি তাঁকে প্রথম ক্রিকেটের কিট কিনে দিয়েছিলেন। ছোটবেলা থেকে ক্রিকেটার প্রতি দারুণ আগ্রহ ছিল তাঁর। জীবন যুদ্ধে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ ঈশিতা বিশ্বকাপ জয়ী দলের সদস্য। গোটা রাজ্য তো বটেই, গোটা দেশের গর্ব সে।

রিচা ঘোষ
শিলিগুড়ির সুভাষপল্লীর বাসিন্দা রিচা, ভারতীয় মহিলা সিনিয়র দলের নির্ভরযোগ্য খেলোয়াড় সে। রিচা বিগ হিটার বলে ক্রিকেট দুনিয়ায় পরিচিত। এই বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য রিচা।

Related posts

Leave a Comment