নতুন দিল্লি: ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে রাজ্যের মুখে ঝামা ঘষে দিল সুপ্রিম কোর্ট। রাজ্যে এই সিনেমা দেখানো নিয়ে পশ্চিমবঙ্গ সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছিল তা স্থগিত করে দিল ভারতের শীর্ষ আদালত। এরফলে এবার থেকে ‘দ্য কেরালা স্টোরি’ দেখা যাবে রাজ্যের সিনেমা হলগুলিতে। উল্লেখ্য, রাজ্যে হিংসা ছড়িয়ে পড়ার দোহাই দিয়ে গত ৮ মে থেকে এই সিনেমা দেখানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল ছবির নির্মাতা সংস্থা। অবশেষে সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রীর সেই নিষেধাজ্ঞা স্থগিত করে দিল।
previous post