অরবিন্দ সরকার
বহরমপুর, মুর্শিদাবাদ
চৌষট্টি জেলার দেশ লোকসংখ্যা বেশি,
ঢাকা রাজধানী তার যানজটে ভরা,
রিক্সা, বাস, ট্যাক্সি, ভ্যান চলে ঘেঁষাঘেঁষি,
রাজপথ লোকারণ্য মানুষের তাড়া।
দ্বিতীয় বড়ো শহর নাম চট্টগ্রাম,
গ্রাম নয়! মস্ত এক পার্বত্য শহর,
যানবাহন অনেক, চলে নাকো ট্রাম!
দৈর্ঘ্য প্রস্থ আড়াআড়ি মধ্যস্থ বহর।
তৃতীয় মানে খুলনা, ভারতের দ্বার,
সবজি, আনাজপাতি, শস্যপূর্ণ ঘড়া,
প্রকৃতির সাজসজ্জা মনোরম তার,
নদ-নদী মাছে ভরা, স্বাদে মনোহরা।
ভ্রমণে শান্তি বিরাজ মহাতীর্থ ভূমি,
সকল দেশের সেরা, নমি পদ চুমি।