23 C
Kolkata
December 23, 2024
রাজ্য

বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনের জের, ক’দিনে ফিরেছেন ভিনদেশি পড়ুয়া থেকে ভারতীয় ছাত্ররা

Detailed waving flag map of Bangladesh. Vector map with masked flag.

নিজস্ব সংবাদদাতা,শিলিগুড়ি : বাংলাদেশে এখন চলছে তুমুল ছাত্র আন্দোলন। সেই আন্দোলনের জেরে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি সীমান্ত চেকপোস্ট দিয়ে ভারতে ফিরছেন ভিনদেশের পড়ুয়া ছাড়াও ভারতীয়রা।সরকারি চাকরিতে সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশে। আন্দোলন পুরোদমে চলতে থাকায় সেখানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে । এর পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

এই অবস্থা চলতে থাকায় ভারত, নেপাল সহ বিভিন্ন দেশের পড়ুয়ারা বাংলাদেশ থেকে নিজের দেশে ফিরছেন। বাংলাদেশে যারা বেড়াতে গিয়েছিলেন তারাও ঘোরাঘুরি বন্ধ করে দিয়ে যে যার ঘরে ফিরে আসছেন। শনিবার শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বাংলাদেশ সীমান্ত চেকপোস্ট দিয়ে অনেক পড়ুয়া এবং পর্যটককে ফিরে আসতে দেখা যায়। তাদের মধ্যে অনেকেই শিলিগুড়ির, কেউ আবার বাংলাদেশে পড়াশোনা করতে যাওয়া নেপালের বাসিন্দা।

এছাড়া ভারতের অন্যান্য রাজ্যের বাসিন্দারাও রয়েছেন।বাংলাদেশ থেকে ফিরে আসা নেপালের এক পড়ুয়া বলেন, আন্দোলন বেশি হচ্ছে ঢাকাতে। ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে । এতাছাড়া ১৪৪ ধারা ঘোষণা হয়েছে। ছাত্র আন্দোলন এতটাই তীব্র আকার ধারণ করেছে যে সেখানে থাকা নিরাপদ বলে মনে হয়নি, তাই বাড়িতে ফিরে আসা হচ্ছে । নিজেরা গাড়ি ভাড়া করে প্রধান সড়ক ছেড়ে গ্রামীন রাস্তা দিয়ে এসেছেন বলে নেপালের সেই পড়ুয়া জানায়।একই কথা জানান আরেক পড়ুয়া।আন্দোলন মূলত শহরগুলিতে হচ্ছে।তবে ইন্টারনেট বন্ধ থাকায় বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।এছাড়া মা-বাবার সঙ্গে কয়েকদিন ধরেই তাদের যোগাযোগ বন্ধ।বাবা-মারাও এব্যাপারে চিন্তিত,তাই দেশে ফিরে আসার সিদ্ধান্ত।

Related posts

Leave a Comment