আগামী ১৭ জানুয়ারি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর প্রয়াণদিবস। জ্যোতি বসুর নামাঙ্কিত গবেষণাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
নিউটাউনে জ্যোতি বসু সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের অংশবিশেষের উদ্বোধন হবে। এই অনুষ্ঠানেই রেজওয়ানাকে আমন্ত্রণ জানানো নিয়ে তোপ দেগেছে বিজেপি। অপরদিকে বাংলাদেশে অশান্তির আবহে সেদেশের শিল্পীকে নিজেদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে ঐক্যের বার্তা দিতে চেয়েছে সিপিএম।
previous post