29 C
Kolkata
August 2, 2025
খেলা দেশ

বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ব্যবধানে সিরিজ জিতল ভারত

মীরপুর, ২৫ ডিসেম্বর: মীরপুর টেস্টে রুদ্ধশ্বাস জয় টিম ইন্ডিয়ার। অন্যদিকে বাংলাদেশও দ্বিতীয় টেস্টে লড়াই চালিয়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত তিন উইকেটে বাংলাদেশকে হারিয়ে ২-০ টেস্ট সিরিজে জিতে নিয়েছে ভারতীয় দল।

দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৫ রানের টার্গেট ছিল ভারতীয় দলের। কিন্তু তৃতীয় দিনের শেষে ব্যাট করতে নেমে চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। মাত্র ৪৫ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের অনবদ্য লড়াইয়ে ঘুরে দাঁড়াতে শুরু করে ভারতীয় দল। ২৯ রান করে অপরাজিত ছিলেন শ্রেয়স। আর রবিচন্দ্রন অশ্বিন ৪২ রানে অপরাজিত ছিলেন। শেষ পর্যন্ত ৪৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান তুলে দ্বিতীয় টেস্ট জিতে নেয় টিম ইন্ডিয়া।

ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমরা এই মাঠে বরাবরই ভাল খেলি। তবে চাপের মুখে অশ্বিন ও শ্রেয়স দারুণ খেলেছে। আমাদের আর একটা উইকেটের প্রয়োজন ছিল। তবে দিনের শেষে আমরা যেভাবে লড়াই করেছি, তাতে আমি খুশি।’

Related posts

Leave a Comment