24 C
Kolkata
April 17, 2025
বিদেশ

বাংলাদেশের বাগেরহাটে রামপাল উপজেলা প্রশাসনের কঠোর অভিযানে স্যালো ড্রেজার বন্ধ

সুব্রত ঢালী, বাংলাদেশ প্রতিনিধি : রামপাল উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকারী স্যালো ড্রেজার বন্ধ করা হয়েছে ৷ সোমবার থেকে রামপাল সহকারী কমিশনার (ভূমি) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন ৷
উপজেলা প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মাসিক আইনশৃঙ্খলা সভায় জেলা ম্যাজিস্ট্রেট এর কঠোর নির্দেশনার পর অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনকারী স্যালো ড্রেসারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয় উপজেলা প্রশাসন ৷ সেই সূত্রে সোমবার গৌরম্ভা ইউনিয়নে ৩ টি, উজলকুড়ে ১টি , রাজনগরে ১টি, একই সাথে মোঃ ইব্রাহীম নামের এক ব্যাক্তিকে ১ মাসের কারাদন্ড এবং পরদিন বুধবার ফয়লাহাট বিমানবন্দরের পাশে ৩টি ও বৃহস্পতিবার গিলাতলা গ্রামে ১টি, বাইনতলা ইউনিয়নে ১টি, ভাগা এলাকায় ২টি, রনসেন এলাকায় ১টি ড্রেজার বন্ধ করে দেয়া হয় ৷ পাইপ ভেঙ্গে দিয়ে বন্ধ করে দেয়া হয় বালি উত্তোলন ৷ তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রেজার মালিকরা দ্রুত সটকে পড়ে ৷ অবৈধ ড্রেজারের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানাগেছে ৷

Related posts

Leave a Comment