27 C
Kolkata
November 1, 2025
Featured

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতেই ফের দিল্লি পুলিশের বাংলাদেশ সেল

দিল্লি- বাংলাদেশী অনুপ্রবেশকারী বড়োসড়ো সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলা সহ দিল্লির জন্য। রাজধানীর পুলিশ সেই সমস্যার সমাধানে বাংলা ভাষা জানা লোক খুঁজছে। কারণটা হলো অনুপ্রবেশকারীদের খুঁজতে অভিযানে নেমেছে পুলিশ। গত ১০ ডিসেম্বর থেকেই চলছে অভিযান। ইতিমধ্যে ধরাও পড়েছে অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী। এবার বাংলাদেশিদের ধরতে আরও বড় মাপের কর্মকাণ্ড শুরু করছে দিল্লি পুলিশ। বাংলাদেশি খুঁজতে এবার পুলিশে নিয়োগ করা হবে বাংলাভাষীদের।

জানা গিয়েছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতেই ফের সক্রিয় করা হচ্ছে দিল্লি পুলিশের বাংলাদেশ সেল। সূত্রের খবর, প্রত্যেক সেলে ৫ থেকে ১০ জন করে পুলিশ অফিসার থাকবেন, যারা বাংলা ভাষায় কথা বলতে পারেন। দিল্লির প্রত্যেক পুলিশ জেলাতেই এই বাংলাদেশ সেল গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রসঙ্গত, বছর কুড়ি আগে দিল্লি পুলিশের তৎকালীন পুলিশ কমিশনার অজয় রাজ শর্মা বাংলাদেশ সেল গঠন করেছিলেন। দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করাই ছিল এই সেলের লক্ষ্য। কিন্তু দীর্ঘদিন ধরে এই সেল নিষ্ক্রিয় থাকলেও বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে ঢুকতে শুরু করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সেই সমস্যা বেড়ে যাওয়ায় ফের পুরনো সেল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সম্প্রতিই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ এবং তাদের দেশে ফেরানোর নির্দেশ দিয়েছিলেন। সেই অনুযায়ী অভিযানও শুরু করেছে দিল্লি পুলিশ।

Related posts

Leave a Comment