সংবাদ কলকাতা: রেশন বন্টন দুর্নীতি মামলায় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শান্তনু ভট্টাচার্যের নাম উঠে এসেছিল। এর আগে তাঁর বাঁশদ্রোণীর ফ্ল্যাটে ইডির তদন্তকারী আধিকারিকরা এসেছিলেন। সেই সময় ফ্ল্যাটে কেউ না থাকায় ইডির তদন্তকারী আধিকারিকরা ফ্ল্যাটটিকে সিল করে দিয়ে যান। আজকে তাঁরা সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে প্রথমে নেতাজি নগর থানায় যান। নেতাজি নগর থানাকে ইনফর্ম করে তাঁরা সেখান থেকে পুলিশ নিয়ে বাঁশদ্রোণীতে শান্তুনুর ফ্ল্যাটে প্রবেশ করেছেন।
