32 C
Kolkata
August 2, 2025
জেলা

বাঁকুড়ায় মহাদেবের পুজো ও বর্ণাঢ্য শোভাযাত্রা

বাঁকুড়া: পয়লা বৈশাখ, ১৪৩০ বঙ্গাব্দে শুভ নববর্ষের পুণ্য তিথিতে ‘দেশের মাটি কল্যাণ মন্দির’ আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও ভগবান মহাদেবের পুজো অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলার ছাতনা ব্লকের অন্তর্গত বেলাকুড়ি গ্ৰামে। গ্রামের মেয়েরা নদী থেকে মঙ্গল ঘটে জল ভরে সপত্র আম্রপল্লব ও ফল-নৈবেদ্য সহকারে মন্দিরে পুজো দিয়ে সকলের মঙ্গল কামনা করলেন। গৃহে আল্পনা আঁকলেন এবং বাড়িতেই তৈরি করলেন রকমারি দেশীয় খাবার। সামগ্রিক পরিকল্পনা করলেন ওই গ্রামেরই মেধাবী ছাত্র শ্রীমান অসীমলাল মুখার্জি।

Related posts

Leave a Comment