বাঁকুড়ার জয়পুরের জঙ্গলে হঠাৎ করেই ডাকবিভাগের একটি মেল ভ্যানে আগুন লাগল। তাতে ছিল সাধারণ মানুষের অনেক নথি পত্র। পুড়ে ছাই হল ভোটার কার্ড ,আধার কার্ড সহ ব্যাংকের পাস বই। ভ্যানটি জয়পুরের জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময়ই হঠাৎ আগুন লাগে। ভ্যানটি বাঁকুড়া থেকে জয়রামবাটির দিকে যাচ্ছিল।