নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: মঙ্গলবার বাঁকুড়ায় দিনে দুপুরে শ্যুট আউটের ঘটনা ঘটল। এই ঘটনায় আক্রান্ত তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সম্পাদক। এছাড়া আরও তিন জন জখম হয়েছেন। তাঁরা বর্তমানে বাঁকুড়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। আক্রান্ত ব্যক্তিরা পূর্ব গলসি থানার বাসিন্দা। জানা গিয়েছে, বাঁকুড়ার কেশিয়াকোল এলাকায় এই শ্যুটআউটের ঘটনা ঘটে। আক্রান্তরা বাইকে করে যাচ্ছিলেন। সেসময় পিছন থেকে বাইকে চেপে ধাওয়া করে গুলি চালায় দুষ্কৃতীরা। পুলিস ঘটনাস্থল ঘিরে রাখে। ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। গাড়িতে করে যাওয়ার সময় পিছন থেকে বাইকে চেপে ধাওয়া করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অনুমান, রাজনৈতিক আক্রোশ অথবা ভাগ বাটোয়ারা নিয়ে গন্ডগোল থেকে এই আক্রমণ করা হয়ে থাকতে পারে।
previous post
next post