23 C
Kolkata
December 23, 2024
জেলা

বাঁকুড়ায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়া: চোখ যেখানে মানুষের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, সেই চোখকে সুস্থ রাখতে অভিনব পদক্ষেপ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের। এ যেন রাখি বন্ধনের সম্পূর্ণ অন্যরকম উপহার। সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ মানুষের স্বার্থে বুধবার নিখরচায় চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল। খাতড়া মহকুমা প্রশাসনের ব্যবস্থাপনায় গুরুসদয় মঞ্চে জেলার তাবড় চক্ষু বিশেষজ্ঞদের তরফে এই শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার ডাক্তার সপ্তর্ষি চট্টোপাধ্যায়, খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক চিকিৎসক থেকে স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা।

এদিন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসকদের তরফে সাধারণ মানুষের চোখে নানান ধরনের স্ক্রিনিং করতে দেখা গেল। পাশাপাশি, চক্ষু দানের অঙ্গীকারের ব্যবস্থাও করা হয়েছিল। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার চিকিৎসক সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানিয়েছেন, ‘অনেক ক্ষেত্রে মানুষের চোখের সমস্যা থাকলেও তাঁরা আমাদের কাছে আসতে পারেন না। তাই আমরা উদ্যোগ নিলাম, আমরাই মানুষের কাছে পৌঁছে যাব। সেজন্য এধরনের পদক্ষেপ নেওয়া।’

এবিষয়ে খাতড়ার মহকুমা শাসক নেহা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি যখন জেলা থেকে জানতে পারেন, চক্ষু বিশেষজ্ঞদের এই ধরনের পরিকল্পনার কথা, তিনি খুব খুশি হয়েছেন এবং আজকের এই বিশেষ দিনে এধরনের পদক্ষেপ সত্যিই প্রশংসার বলে জানিয়েছেন। এদিন শিবিরে এলাকার প্রায় ৪০০ জনের চক্ষু পরীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে। আজ শিবির সকাল দশটা নাগাদ শুরু হয় ও বিকেল চারটে নাগাদ শেষ হয়।

Related posts

Leave a Comment