April 7, 2025
বিদেশ

বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ, বন্ধ ইন্টারনেট, অনিয়মিত মোবাইল

বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি জানা যাচ্ছে না। ইন্টারনেট বন্ধ। ফলে বাংলাদেশের কোনও সংবাদমাধ্যম সর্বশেষ কোনও খবর আপডেট করতে পারছে না। বন্ধ সরকারি টেলিভিশন বি-টিভির সম্প্রচার। বৃহস্পতিবার বি টিভি ভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার গভীর রাতে জানা যায় সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩২। বেসরকারি মতে মৃতের সংখ্যা আরও বেশি। বৃহস্পতিবার কোটা বিরোধী আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখান করেছে। তাদের বক্তব্য পুলিশ যেভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে তারপর আর সরকারের সঙ্গে আলোচনায় বসার সুযোগ নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কফিন মিছিলে পুলিশি হামলার অভিযোগ, সারাদিন-রাত সংঘর্ষে উত্তাল বাংলাদেশ।

‘বাংলাদেশে বাড়ির বাইরে কম বেরোন’, ভারতীয়দের জন্য বিশেষ বার্তা হাই কমিশনের
অন্যদিকে, সরকার কোটা বিষয়ে মামলার দ্রুও নিষ্পত্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করায় শনিবার শুনানি শুরুর সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সর্বোচ্চ আদালত। আগে ঠিক ছিল ৭ অগাস্ট আদালত মামলার শুনানি করবে। শুক্রবার বাংলাদেশে সরকারি ছুটি। শুক্রবার কেমন থাকে তার উপর নির্ভর করছে কোটা আন্দোলন কোন দিকে গড়ায়।
সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন গত রবিবার থেকে নয়া মাত্রা নেয়। আন্দোলনকারীরা অভিযোগ করে প্রধানমন্ত্রী তাদের রাজাকার বলেছেন। যদিও সে দেশের একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, এমন কোনও মন্তব্য প্রধানমন্ত্রী করেননি। বাংলাদেশে স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠীকে রাজাকার বলা হয়ে থাকে।

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনকারীরা বিভিন্ন ক্যাপাসের দখল নেয়। পাল্টা পথে নামে আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগ। দু’পক্ষের মধ্যে সংঘর্ষের মোকাবিলায় পুলিশ অভিযানে নামে। গত মঙ্গলবার দিনভর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে মোট ছয়জন নিহত হন। তাঁরা সকলেই পড়ুয়া। বৃহস্পতিবার নিহত হন আরও ৩২ জন। তাঁদের মধ্যে কয়েকজন পথচলতি মানুষ, একজন সাংবাদিকও আছেন।

Related posts

Leave a Comment