বহরমপুর: গত রবিবার রাত ১০টা নাগাদ বহরমপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের শহিদাবাদ অঞ্চলে ঘটে গেল একটি শুট আউটের ঘটনা। পাশাপাশি, বাড়ি ঘর ভাঙচুরও করা হয়েছে। ঘটনাটি ঘটে শহিদাবাদ এলাকার বাসিন্দা মুক্তি হালদারের বাড়ীতে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।
দুষ্কৃতীরা মুক্তি হালদারকে বাড়িতে না পেয়ে বাড়ির সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। শূণ্যে এক রাউন্ড গুলিও করেন। দুষ্কৃতীদের মধ্যে একজনকে চিহ্নিত করে বহরমপুর থানায় লিখিত অভিযোগ করে পরিবারের লোকজন। অভিযুক্তরা সকলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে দাবি পরিবারের সদস্যদের। তবে পরিবারের দাবি, অভিযোগ জানালেও পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি। তাহলে কি তৃণমূল আশ্রিত বলেই তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি?
