বহরমপুর: বহরমপুরে বিপদজনক গাছ কাটার সময় চাপা পড়ে মৃত্যু হল একজনের। এই ঘটনায় জখম হয়েছেন আরও চার জন। মৃতের নাম জালাল মণ্ডল(৩৮)। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ডোমকল থানার শিবনগর এলাকায়। জখমরা বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শিবনগর এলাকার ঈদগাহের এই গাছটি বিপদজনক অবস্থায় দাঁড়িয়েছিল। গাছটি ঈদগাহ কর্তৃপক্ষ বিক্রি করার জন্য নিলাম ডেকে বা বিক্রি করা হয়। গাছটি শুকিয়ে গিয়েছিল। এদিন সেটি কাটার সময় গোড়া সমেত উপড়ে গিয়ে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। তদন্ত করে দেখা হচ্ছে, বনদপ্তরের অনুমতি নিয়ে গাছটি কাটা হচ্ছিল কিনা।
next post