বহরমপুর, ১০ ফেব্রুয়ারি: বহরমপুরে আজ সকালে নয়ানজুলিতে পড়ল গ্যাসের ট্যাঙ্কার। সেখানকার ৩৪ নম্বর জাতীয় সড়কের কান্দি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটেছে এই পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের নয়ানজুলিতে পড়ে যায় গ্যাসের ট্যাঙ্কারটি। সাময়িকভাবে এই জাতীয় সড়কে ব্যাহত হয় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিস। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক বলে দাবি করেছে বহরমপুর থানার পুলিস।
previous post