সংবাদ কলকাতা, খড়গপুর, ১৩ এপ্রিল– চিরাচরিত কায়দায় প্রচার নয়, মেদিনীপুর এবং খড়গপুর শহরের বিভিন্ন বস্তি এলাকায় গিয়ে নতুন কায়দায় প্রচার শুরু করল বিজেপির বস্তি উন্নয়ন সেল৷ এইভাবে বস্তির ঘরে ঘরে গিয়ে প্রচারে সাধারণ মানুষের সাড়া ভালই পাচ্ছেন, এমনটাই দাবি বস্তি উন্নয়ন সেলের জেলা আহ্বায়ক বাবলু বরমের৷
মোদি সরকার বস্তি উন্নয়নে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেছেন সেই সব প্রকল্পের সুবিধে বস্তি এলাকার মানুষ পাচ্ছেন কিনা সেটা জানাই হচ্ছে বস্তি উন্নয়ন সেলের প্রচারের প্রথম ধাপ৷ এছাড়াও গরীব মানুষের জন্য যে সমস্ত জনহিতকর প্রকল্প রয়েছে তার সুবিধে সাধারণ মানুষের কাছে কতটা পৌঁছেছে সেটাও তারা খোঁজ নিচ্ছেন৷
এলাকায় মানুষের সমস্যা কি কি এবং আগামীদিনে সংসদের হাত ধরে কি কি সমস্যার সমাধান করা যায় তার তালিকাও তৈরি করছেন বস্তি উন্নয়ন ছেলের কর্মীরা৷ বাবলুবাবু বলেন, ৭০ থেকে ৮০ জন কর্মী বস্তিতে ঘুরে প্রচার কাজ করছেন৷ ইতিমধ্যেই খড়গপুর এবং মেদিনীপুর শহরের ২৫ থেকে ২৬টি বস্তি তারা ঘুরেছেন৷ মানুষের সমস্যার কথা শুনেছেন, সরকারি প্রকল্পের পরিষেবা মানুষ কতটা পাচ্ছে তার খোঁজ নিয়েছেন এবং অবশ্যই বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে প্রচার চালিয়েছেন৷
বস্তি উন্নয়ন সেলের এই কাজে নিজেদের যুক্ত করেছেন প্রাক্তন কাউন্সিলের বেলারাণী অধিকারী, শৈলেশ শুক্লা, জয়ন্ত ব্যানার্জীর মতো বিজেপি কর্মীরা৷ বেলারানী অধিকারী বলেন, বস্তি উন্নয়ন সেলের হয়ে কাজ করতে আমার ভালই লাগছে৷ দলের কাজ করার সুযোগ পেয়েছি৷ আমি এই কাজ চালিয়ে যেতে চাই৷ বেলারানী দেবী বিজেপির খড়গপুর সদর দক্ষিণ মণ্ডল কমিটির সহ-সভাপতি৷ মন্ডলের কাজ ছেডে় বস্তি উন্নয়ন সেলের হয়ে কাজ করায় দলের মধ্যে প্রশ্ন উঠেছে৷ বেলারানী দেবীর উত্তর, মন্ডলে কাজ করার সুযোগ নেই৷ আমরা তাই বস্তি উন্নয়ন সেলের কাজের সঙ্গে যুক্ত হয়েছি৷ তিনি সম্পূর্ণ বিষয়টি হোয়াটসঅ্যাপ মারফৎ শুভেন্দু অধিকারীকেও জানিয়েছেন৷